আব্দুল আজিজ পালোয়ান
22/04/2022
          Page Visited: 655
						
						
					
			
						
				
									
				
					
		
					
		 
				
		
		
	          
        
        
        
         782 Views
		
আব্দুল আজিজ মিয়া ফরিদপুর শহরে আজিজ পাহলোয়ান নামে পরিচিত। ১৯০৩ সালের ১ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। স্থায়ী নিবাস ফরিদপুর শহরের কমলাপুরে। কর্মজীবনে ফরিদপুর জজকোর্টে চাকরী করতেন । আজিজ পাহলোয়ান একজন বিশিষ্ট কুস্তিগীর ছিলেন। কুস্তি খেলার জন্য বিশ বৎসর মিঃ ফরিদপুর উপাধিতে ভূষিত ছিলেন। আজিজ পাহলোয়ান ফরিদপুর ব্যায়াম ক্লাবের প্রতিষ্ঠাতা। তার পিতা বুদই মুসল্লী কমলাপুর মাদ্রাসা জামে মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন। আজিজ পাহলোয়ান কুস্তিগীর ছাড়াও এলাকার উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছেন। তিনি ১৯৭৪ সালের ১২ ডিসেম্বর ৭২ বৎসর বয়সে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: ঐতিহ্যে লালিত ফরিদপুর গ্রন্থ




Recent Comments