অম্বিকাচরণ মজুমদার

Page Visited: 120
114 Views

১৮৫১ সালের ৬ জানুয়ারী বৃহত্তর ফরিদপুরের বর্তমান মাদারীপুর জেলার রাজৈর থানার সেনদিয়া গ্রামে জন্মগ্রহন করেন অম্বিকাচরণ মজুমদার। আইনজীবী, রাজনীতিবিদ এই সমাজসেবীর জন্ম সম্ভ্রান্ত জমিদার পরিবারে। ১৮৭৪ সালে এ,বি,এ পাশ করার পর মেট্রোপলিটন ইন্সষ্টিটিউট। শিক্ষকতার পেশায় নিয়োজিত হন। শিক্ষকতা করার সময় এম,এ ও বি,এল পাশ করে ফরিদপুর বারে আইন ব্যবসায় যোগদান করেন। কংগ্রেসের রাজনীতিতে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এ সম যদুনাথ পাল ছিলেন কংগ্রেসের সম্পাদক। অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে ফরিদপুরে ১৯০৫ সালের জানুয়ারী মাসে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম সভা অনুষ্ঠিত হয়। অম্বিকাচরণ মজুমদারের নেতৃত্বে ফরিদপুরের উকিল ও মোক্তারগণ স্বদেশী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। জেলার রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অম্বিকাচরণ মজুমদার রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাত এবং কংগ্রেসের ৩১তম সভাপতি ছিলেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *