ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Page Visited: 120
116 Views

ফরিদপুর, ১৩ জুলাই ২০২৫:
ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক ৪ লেনে উন্নীত করার দাবিতে আজ সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে স্থানীয় নাগরিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন। দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানা-খন্দ তৈরি হয়েছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।” তাঁরা আরও জানান, এই রুট দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী ও যানবাহন চলাচল করে, কিন্তু রাস্তাটি অপ্রশস্ত এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বক্তারা আরো বলেন, “ফরিদপুরের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সড়কটি চার লেনে উন্নীত করাই সময়ের দাবি। এতে রাজধানী ঢাকার সঙ্গে ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের জেলা গুলোর যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।”

মানববন্ধনে শিক্ষার্থীরাও অংশ নেন। তাঁদের বক্তব্য, “প্রতিদিন স্কুলে ও কলেজে যাওয়া-আসার সময় দীর্ঘ যানজটে আটকে থাকতে হয়। অনিরাপদ সড়ক ও ধীরগতির যান চলাচল আমাদের শিক্ষাজীবনে প্রভাব ফেলছে।”

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কটি সংস্কার ও চার লেনে উন্নীত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা আগামীতে সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচিসহ আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

প্রসঙ্গত, প্রয়োজনীয় সংস্কারের অভাবে মহাসড়কের এ অংশে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে সেটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পরে এই পথে যানচলাচল বহুগুণ বেড়ে গেছে। এ অবস্থায় মহাসড়কটির এই অংশ চার লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেয়া হয়। তবে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় ওই কাজ থেমে আছে। অন্যদিকে, চার লেনের প্রকল্প গ্রহণের পর সড়ক সংস্কারের কাজও তেমন হয়নি। ফলে পদ্মা সেতুর সুফল পাচ্ছে না এ অঞ্চলের মানুষ। সড়ক বিভাগ জানিয়েছে, বৃষ্টি কমে গেলে তারা দ্রুতই প্রয়োজনীয় মেরামত কাজ শুরু করবেন।

উল্লেখ্য, ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কটি ঢাকা-খুলনা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, কৃষি ও শিল্পখাতে উল্লেখযোগ্য অবদান রাখে।

উক্ত মানববন্ধনে অংশগ্রহনকারী সামাজিক সংগঠনসমুহঃ

বাংলাদেশ সমাজ কল্যাণ ফোরাম,  Faridpur City Organisation,  ফরিদপুর ট্রাভেলার্স,  ঘুরি-ফিরি ফরিদপুর , ফরিদপুর ট্যুর গ্রুপ, উৎস সোসাল অরগানাইজেশান,  Yamaha Riders Club, ফরিদপুর ট্যুরিস্ট স্কোয়াড, ফরিদপুরিয়ান গ্রুপ ,Student Forum Of Bangladesh, ফরিদপুর ট্যুর এন্ড ট্রাভেল্স, স্টার কাবাব রেস্টুরেন্ট পরিবার,  তুলা গ্রাম স্পোর্টিং ক্লাব, নিরাপদ সড়ক আন্দোলন, ফরিদপুর, মানুষ মানুষের জন্য, স্বেচ্ছাসেবী সংগঠন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ফরিদপুর জেলা, Volunteer for Bangladesh Faridpur District,  চলো পাল্টাই, ফরিদপুর,  কনজিউমার ভয়েজ বাংলাদেশ, Faridpur Cyclists Community, আসিফ ফাউন্ডেশন, আমরা করবো জয়, বাইসো ফরিদপুর জেলা শাখা, ফরিদপুর সাহিত্য পরিষদ, ছায়ানীড় পরিবার, কারু শিখা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, এসোসিয়েশন অফ বিল্ডিং ডিজাইন কনসালটেন্ট ফরিদপুর, ফোব স্বেচ্ছাসেবী সংগঠন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *