জেনে নিন ফরিদপুরে অক্সিজেন সেবা পাবেন যেখানে
জেনে নিন ফরিদপুর শহরে কোন কোন প্রতিষ্ঠান অক্সিজেন সেবা দিচ্ছে। ফরিদপুরে সর্ব প্রথম বিনামূল্যে এই সেবাটি চালু করে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা করবো জয়. তাদের সেবাটি নিতে যোগাযোগ করুন আহমেদ সৌরভ (সভাপতি) 01734256330 , শরিফ খান (সাধারন সম্পাদক ) মোবাইল নাম্বার 01726704421, । তাদের এই অক্সিজেন সেবাটি বিনামূল্যে দিচ্ছেন তারা শুরু থেকে।
এবছর সরকারি প্রতিষ্ঠান ফরিদপুর জেলা পুলিশ চালু করেছে তাদের ভ্রাম্যমাণ অক্সিজেন সেবা কার্যক্রম যেটা ইতিমধ্যে সকলের কাছে প্রসংশিত হয়েছে এমন উদ্যোগে তাদের অক্সিজেন সেবা নিতে যোগাযোগ করুন পুলিশ কন্ট্রোল রুম ফরিদপুর ০১৩২০০৯৮২৯৮ নাম্বারে। নিজস্ব পরিবহন ব্যবস্থায় যেকোনও স্থানে পৌছে যাবে তাদের অক্সিজেন সেবাটি।
ফরিদপুরবাসীর জন্য জরুরী অক্সিজেন সেবা নিশ্চিতে করতে আরও একটি প্রতিষ্ঠান অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন তারা হলো সংযোগ। Connecting People ও অনুপ্রয়াস সংগঠন তাদের সেবাটি নিতে যোগাযোগ করুন : 01741909488
01521462082
01779340888
01842828170 যোগাযোগ করা মাত্রই পৌছে যাবে
সংযোগ-অনুপ্রয়াস মেডিকেল হাব টিম
শর্ত প্রযোজ্য
এবছর থেকে ফরিদপুরে রাজনৈতিক একটি সংগঠন স্বেচ্ছাসেবকলীগ এর পক্ষ থেকে অক্সিজেন সেবা দিচ্ছেন, বেশ কয়েকটি সিলিন্ডার এর মাধ্যমে তারা এই সেবাটি শুরু করেছেন তাদের কাছ থেকে সেবা নিতে যোগাযোগ করুন 01733955550 (ফয়সাল আহমেদ রবিন – ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ ফরিদপুর )
এছাড়াও ফরিদপুর সিটি পেজও গতবছর থেকে অক্সিজেন সেবা প্রদান করছে তাদের সেবাটি নিতে যোগাযোগ করুন 01757251825 (বিপ্লব মন্ডল ) সহ অর্থ বিষয়ক সম্পাদক ফরিদপুর সিটি অরগানাইজেশন।
Recent Comments