ফরিদপুরে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদান আজ থেকে শুরু
সারাদেশের মতো ফরিদপুরেও আজ থেকে শুরু হয়েছে কোভিড ১৯ এর ২য় ডোজ ভ্যাকসিন প্রদান কর্মসূচি।
আজ সকাল ৯টা ৩০ মিনিটে ফরিদপুর সদর হাসপাতালে টিকাদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক জনাব অতুল সরকার,ফরিদপুর পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জামান বি পি এম সেবা,ফরিদপুর সিভিল সার্জন ডা. মোঃ ছিদ্দুকুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন ডা. তানসিভ জুবায়ের নাদিম, প্রথম আলোর প্রতিনিধি জনাব পান্না বালা এছাড়াও ফরিদপুর জেলা প্রশসনের অন্যান্য কর্মকর্তা।
ভ্যাকসিন কার্যক্রমটি বরাবরের মতো রেড ক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবীরা সহযোগীতা করছেন, সারা দেশে ১ হাজার ১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হবে বলে জানা গেছে। সিভিল সার্জন ডা. ছিদ্দুকুর রহমান জানান আমরা ৪২ হাজার ডোজ ভ্যাকসিন পেয়েছি আজ থেকে ফরিদপুরের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এই ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে । তিনি আরও জানান ফরিদপুরে ১ম ডোজে ৫৯ হাজার ৫২২জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছিলো ।
ভ্যাকসিন গ্রহণ বিষয়ে কিছু সিভিল সার্জন কার্যালয় থেকে জনসাধারণের উদ্দেশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে,
- ৮ই এপ্রিল থেকে এসএমএস পাওয়া সাপেক্ষে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে,
- যারা প্রাপ্য হবেন তাদের মোবাইল ফোনে এসএমএস চলে যাবে,
- যাদের ভ্যাকসিন দেওয়ার পর দুই মাস অতিবাহিত হয়েছে কিন্তু এসএমএস পাননি তারা অবশ্যই টিকা কার্ড, এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে নিয়ে আসবেন,
- দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে টিকা কার্ড এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে,
- কারও টিকা কার্ড হারিয়ে গেলে কিংবা কোনও কারণে নষ্ট হয়ে গেলে অনলাইন থেকে পুনরায় কার্ড ওঠানো যাবে,
- ২ মাস পূরণের আগে ২য় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে না, তবে পরে নেওয়া যাবে (১২ সপ্তাহ পর্যন্ত),
- রেজিস্ট্রেশনকৃত হজ যাত্রীদের বয়স ১৮ বছরের বেশি হলেই রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে পারবেন। (এমন হজযাত্রীর সংখ্যা প্রায় ( ৬০ হাজার)। তাদের দ্রুত রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে বলা হয়েছে। সৌদি আরবের হজ কর্তৃপক্ষও জানিয়েছে, ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্র ছাড়া এবছর হজে অংশ নিতে দেওয়া হবে না),
- ১ম ডোজের টিকা দেওয়ার কর্মসূচি আগের মতোই এমনকি রমজান মাসেও অব্যাহত থাকবে তাই প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে,
- পর্যাপ্ত ভ্যাকসিন আছে, শেষ হওয়ার ভয়ে কেউ ভীত হবেন না, গুজবে বিশ্বাস করবেন না,
- রোজা রেখে ভ্যাকসিন নেওয়া যাবে,
- কেন্দ্র পরিবর্তন করে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে না।
- টিকা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে মাস্ক পরে আসতে হবে এবং প্রত্যেক টিকা গ্রহণকারীকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
Recent Comments