ফরিদপুরে অনুষ্ঠিত হলো সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ জুনিয়র
27/07/2025
ফরিদপুরে অনুষ্ঠিত হলো “Science Olympiad 2025 (Junior Round)”
Robotics and Science Club, Faridpur-এর উদ্যোগে ২৫ জুলাই ২০২৫, ফরিদপুর শহরে সাফল্যের সাথে অনুষ্ঠিত হলো “Science Olympiad 2025 (Junior Round)”। এ প্রতিযোগিতায় ক্লাস ৭ থেকে ১০ পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি ছিল বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার এক অভূতপূর্ব মেলবন্ধন।
শিক্ষার্থীদের মুখে ছিল বিজ্ঞানচর্চার দীপ্তি, যুক্তির গভীরতা ও বিজয়ের উচ্ছ্বাস। পরীক্ষার বিভিন্ন ধাপে অংশগ্রহণকারীরা তাদের বিজ্ঞানজ্ঞান, বিশ্লেষণক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করে। এটি প্রমাণ করে—ফরিদপুরের আগামী দিনের বিজ্ঞানীরা প্রস্তুত ভবিষ্যতের চ্যালেঞ্জ গ্রহণে।
Robotics and Science Club, Faridpur ফরিদপুরে প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনেও বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ শেখার সুযোগ পাচ্ছে।
বিজ্ঞান চর্চা হোক শিক্ষার মূলমন্ত্র, আগামীর বাংলাদেশ হোক প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী।
Recent Comments