ভাঙ্গা ফরিদপুর মহাসড়ক ৪লেন দ্রুত বাস্তবায়ন এর আশ্বাস,সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত।

Page Visited: 971
976 Views

ভাঙ্গা ফরিদপুর মহাসড়ক ৪লেন দ্রুত বাস্তবায়ন এর আশ্বাস,সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত।

 

প্রেস বিজ্ঞপ্তি 

ভাঙ্গা-ফরিদপুর চার লেন বাস্তবায়ন আন্দোলন প্রেক্ষিতে জেলা প্রশাসন, সড়ক ও জনপদ অধিদপ্তর যৌথভাবে একটা আলোচনা সভার আয়োজন করে যেখানে আন্দোলনের কয়েকজন প্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভা থেকে যে সব সিদ্ধান্ত গৃহীত হয়েছে…

১. যথাসাধ্য ন্যূনতম সময়ের মধ্যেই জেলা প্রশাসন ভাঙ্গা-ফরিদপুর সড়কের ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করবে।

২. ভূমি অধিগ্রহণ, রাস্তা সংস্কার ও সম্প্রসারণের মাঠপর্যায়ের কাজে সংশ্লিষ্ট দপ্তরের সাথে “ভাঙ্গা-ফরিদপুর চার লেন বাস্তবায়ন আন্দোলন” থেকে প্রতিনিধির উপস্থিতি থাকবে।

৩. এই প্রকল্প বাস্তবায়নের কাজের অগ্রগতি পর্যালোচনার জন্যে প্রতি মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যালোচনা সভার আয়োজন হবে যেখানে আন্দোলনের প্রতিনিধি সহ স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবে।

৪. আবহাওয়া অনুকূল হলেই রাস্তাটির চলনসই করার লক্ষ্যে মেরামত ও সংস্কার কার্যক্রম পুরোদমে চলমান থাকবে।

এ সকল সিদ্ধান্ত পর্যালোচনা করে প্রশাসনের আন্তরিকতা বিবেচনায় আগামী ২৩ জুলাইয়ের রোড ব্লকেড কর্মসূচী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

তবে উল্লেখ থাকে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন রকম অবহেলা বা দীর্ঘসূত্রিতা মেনে নেওয়া হবে না। সেক্ষেত্রে আন্দোলন কমিটি  কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *