অংশ ব্যান্ডের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাতলো ফরিদপুরবাসী
গতকাল ১২ই মার্চ ছিলো ফরিদপুরের অংশ ব্যান্ড এর ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে সেলিব্রেটি হেক্সা নামক শিরোনামে ৫টি ব্যান্ড দলের জমকালো আয়োজন। দীর্ঘদিন পরে ফরিদপুরে উন্মুক্ত কন্সার্ট হতে যাচ্ছে শুনে সকলেই ছিলো উচ্ছাসিত। শুক্রবার দুপুরের পর থেকেই শহরের অম্বিকা ময়দানে আসতে থাকে বিভিন্ন প্রান্ত থেকে গান পাগল শ্রোতারা। তরুনদের সাথে কথা বলে জানা যায় অংশ ব্যান্ডের এমন ব্যাতিক্রমী আয়োজন বারবার প্রত্যাশা করেন তারা।
বিকাল ৫টায় স্টেজে প্রথমে ফরিদপুরের ব্যান্ড ‘লাস্ট লাইন’ তাদের গান শুরু করেন তারা তিনটি গান গেয়ে দর্শকদের মুখরতি করেন এর পরে মঞ্চে আসে ‘নিঃসংগ’ নামের ব্যান্ড দল তারা বেশ কিছু বাংলা গান পরিবেশনা করেন এরপর মাগরিবের নামাজের বিরতী দেয়া হয়। নামাজের বিরতীর পরে ‘ব্রোকেন’ ব্যান্ড তাদের গান পরিবেশনা করেন, ইতিমধ্যে ঢাকা থেকে স্পেল ব্যান্ড দলের সকল সদস্য এসে উপস্থিত হয়।
তাদের জন্য অম্বিকা ময়দানে অপেক্ষায় ছিলো শত শত দর্শক নামাজের বিরতির পরে দর্শকরা আওয়াজ তুলছিলো ‘স্পেল স্পেল’ বলে মঞ্চে ব্যান্ড স্পেল আসার সাথে সাথে চিৎকার করে স্বাগত জানায় দর্শকরা।ততক্ষণে অম্বিকা ময়দান কানায় কানায় পরিপূর্ ব্যান্ড স্পেল ১ম গান শুরুর সাথে সাথে অম্বিকা ময়দান হয়ে উঠে উৎসবের ময়দানে। মেটাল ধাচের গানে মুগ্ধ হয়ে উঠে তরুণ দর্শক শ্রোতারা স্পেল তিনটি গান পরিবেশনা করার পরে এশার নামাজের বিরতি দেয়া হয়। রাত ৯টায় মঞ্চে উঠে ব্যান্ড ’অংশ’
সবার শেষে তারা তাদের পরিবেশনা শুরু করে তখনও শত শত শ্রোতারা উন্মুখ হয়ে অপেক্ষা করে তাদের গান শোনার। শুরুতেই ইংলিশ নাম্বার পরিবেশনা করেন তারা ফরিদপুরে মেটাল গানের চর্চা হয় সেটা জানান দিতেই তাদের বেশি কিছু পরিবেশনা ছিলো। শুরুটা ইংলিশ গান দিয়ে হলেও শেষটা এল আর বির সেই তুমি দিয়ে শেষ করে ব্যান্ড অংশ। রাত ১০টা বাজার সাথে সাথে তারে পরিবেশনা শেষ করেন এরপর ফরিদপুরের সকল ব্যান্ড দলকে নিয়ে তারা একটি কেক কাটেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
সেলিব্রেটিং হেক্সা নামক আয়োজনটিত স্পন্সর হিসেবে ছিলো যথাক্রমে খন্দকার সেনেটারি, এ কে এইচ গ্রুপ,এবলুম ক্যাফেটেরিয়া,ওয়েসিস বেকারী,জি এইস এ গিটার হেল্পিং এসোসিয়েশন,প্রয়োজন ফুড,বার্গার জোন, ক্যাফে ম্যাংগো,রুবি ফেয়ার ফ্যাশন,কাঠবিড়ালি ফ্যাশন হাউস,পিকাসো,রনি সাউন্ড এন্ড লাইটিং,গোল্ডেন মটরস,প্রিন্ট মিডিয়া,ওয়েডিং প্ল্যানারস ফরিদপুর,মিডিয়া পার্টনার হিসেবে ছিলো ফরিদপুর সিটি পেজ,ফরিদপুর লাইভ গ্রুপ,চিত্রকর,বার্ডস আই, পাওয়ার্ড বাই উৎসর্গ।
Recent Comments