ফরিদপুরে এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ এর রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
ফরিদপুর, ১১ আগস্ট ২০২৫:
আজ ফরিদপুর জেলার জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ এর অফলাইন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কৃষিভিত্তিক জ্ঞান, উদ্ভাবন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অলিম্পিয়াডে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসবমুখর। তারা আগ্রহভরে রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণ করে এবং এগ্রিকালচারাল অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি-নির্ভর কৃষি ও তরুণ প্রজন্মের আগ্রহকে উৎসাহিত করতে এ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং ক্যাম্পেইনের স্বেচ্ছাসেবীরা সক্রিয় অংশগ্রহণ করেন।
এগ্রিকালচারাল অলিম্পিয়াড তরুণদের কৃষিবান্ধব চিন্তায় উদ্বুদ্ধ করতে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় একযোগে ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ এর অফলাইন এবং অনলাইন রেজিস্ট্রেশন চলছে। অনলাইনে রেজিষ্ট্রেশন করতে ক্লিক https://agriculturalolympiad.com/register




Recent Comments