আলিপুর যুব সমাজ আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

Page Visited: 161
183 Views
 

আলিপুর যুব সমাজ আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

আলিপুর যুব সমাজের আয়োজনে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার, ২৫ জুলাই বিকেলে, আলিপুরের প্রজেক্ট মাঠে। ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড দল এবং রাজবাড়ীর সুজন মালিক স্পোর্টিং ক্লাব।

চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড ৭ উইকেটে রাজবাড়ীর সুজন মালিক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে এবং অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার মধ্য বিরতিতে ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

খেলা শেষে বিজয়ী দলের গুল্টিকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং রানারআপ দলের ইকবালকে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন দলকে ৫০,০০০ টাকা ও একটি ট্রফি এবং রানারআপ দলকে ৩০,০০০ টাকা ও একটি ট্রফি প্রদান করা হয়।

এছাড়াও খেলা পরিচালনায় দক্ষ ভূমিকার জন্য দুই আম্পায়ার—মিলন শেখ ও নাজমুল ইসলাম এবং ধারাভাষ্যকার বাবুল হোসেনকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *