ফরিদপুর টু ভাঙ্গা মহাসড়ক ৪লেন এর দাবি ফরিদপুরবাসীর

Page Visited: 31
29 Views

মৃত্যুকূপ ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক ৪ লেনে উন্নীত করার দাবিতে ০৭ জুলাই ২০২৫ তারিখে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

উক্ত সভায় জনদূর্ভোগপূর্ণ এই মহাসড়কের টেকসই উন্নয়ন লক্ষে ৪লেনে উন্নতি এবং সড়কের বেহাল অবস্থা থেকে উত্তরণ প্রসঙ্গে আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচলকারী সাধারণ যাত্রী, অসুস্থ রোগী সকলের জীবনই এখন ঝুকিপূর্ণ। প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা এবং প্রানহানীর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে যা মোটেও কাম্য না। দ্রুত এই দুর্ভোগ থেকে স্থায়ী সমাধান প্রত্যাশা সবার। উক্ত সভায় দাবি আদায়ে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
প্রাথমিকভাবে দাবি আদায়ের লক্ষ্যে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে!
📍 স্থান: ফরিদপুর প্রেসক্লাবের সামনে
📅 তারিখ: ১৩ জুলাই ২০২৫, রবিবার
🕘 সময়: সকাল ১১:০০ টা থেকে
পদ্মাসেতুর পূর্ণ সুফল পেতে ভাঙ্গা/ফরিদপুর মহাসড়ক ৪লেনে উন্নতি অতি জরুরী হয়ে পরেছে।আমরা চাই এই মহাসড়কে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেনো না ঘটে,সেজন্য প্রয়োজন স্থায়ী টেকসই উন্নয়ন।
এই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ কণ্ঠই পারে এই দূর্ভোগ হতে পরিত্রাণ দিতে । তাই সবাইকে মানববন্ধনে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।
“ফরিদপুর-ভাঙ্গা ৪ লেন চাই”

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *