আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ জয় বাংলাদেশের

Page Visited: 9
10 Views

আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় বাংলাদেশের কারাতে দলের।

কিং কারাতে বাংলাদেশ (ফরিদপুর)
নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ১১ তম মাউন্ট এভারেস্ট আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা ২০২৫ এ (১৬ থেকে ১৯ মে তারিখ) কারাতে প্রশিক্ষক মো: জহিরুল ইসলাম আলীর নেতৃত্বে, কিং কারাতে বাংলাদেশ সংগঠনের, বাংলাদেশ কারাতে দলের ৪ জন কারাতে খেলোয়ার অংশগ্রহণ করে, ১ টি স্বর্ন পদক ও ৪ টি তাম্র পদক অর্জন
১. দেবব্রত চক্রবর্তী তনয়, একক কাতা ইভেন্টে স্বর্ন পদক ও -৫৫ কেজি কুমিতে ইভেন্টে তাম্র পদক।
২. আবু হানিফা সিয়াম, -৪০ কেজি কুমিতে ইভেন্টে তাম্র পদক।
৩. মুস্তাফিজুর রহমান লিখন, +৭৫ কেজি কুমিতে ইভেন্টে তাম্র পদক।
৪. এম কে আনোয়ার হোসেন, -৬০ কেজি কুমিতে ইভেন্টে তাম্র পদক অর্জন করে,
অভিনন্দন সবাইকে
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা Bangladesh School Sports Association কে কিং কারাতে বাংলাদেশকে পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *