নিরবের ছাদ বাগান
07/08/2023
Page Visited: 139
161 Views
ছাদবাগান পরিচিতি পর্ব (৪) নিরবের ছাদ বাগান
নাম: মো: নাফিজুর রহমান নিরব
স্হায়ী ঠিকানা, মাদারীপুর সদর।
বর্তমান ঠিকানা: খাসকান্দি,কানাইপুর, ফরিদপুর।
পেশা : শিক্ষার্থী (এবছর এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে)
তার বাগানের বয়স: আড়াই থেকে ৩ বছর।
বাগানের ধরন : আঙিনা ও ছোট ছাদ
তার বাগানে যেসব গাছ আছে তার মধ্যে ক্যাকটাস, অর্কিড, জলজ, ফুুল, কাটা মুকুট, বাগান বিলাস, দেশি বিভিন্ন ফুল গাছ,এছাড়া শোভা বর্ধণকারী অর্নামেন্টাল বিভিন্ন গাছের সংগ্রহ আছে। বাগান নিয়ে তেমন সমস্যা হয়না, পরিবার খুবই সাহায্য করে এব্যাপারে । বিগত একটা সময় তার বাগানে একটা সমস্যা হয়েছিল,, কে বা কারা যেনো বাগানের সব গাছ কেটে নষ্ট করে দিয়েছিল!!
বাগান থেকে অতিরিক্ত গাছ বিতরন, বিনিময়, ও অনলাইনে টুকটাক সেলও করেন তিনি। বাগান নিয়ে তার ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে
এবং তার ছোট একটা গার্ডেনিং পেজ আছে, ( নিরবের ছাদবাগান)
ভাড়া বাসায় করোনা কালীন সময়ে ছোট বাগান দিয়ে শুরু। সেখান থেকেই ধীরে ধীরে গড়ে তুলেছেন একটুকরো সুখের বাগান। তার বাগানের সবচেয়ে বড় সফলতা ফুলকুড়ি আসর আয়োজিত বাগান তৈরী প্রতিযোগিতা ২০২০এ বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন। যা তাকে অনুপ্রেরণা দিয়েছে। বাড়ির ছাদ হোক বা বেলকনি অথবা বাড়ির আঙিনায় একটি হলেও গাছ লাগান। শিক্ষার মতো সবুজের আলো ঘরে ঘরে জ্বালো। তিনি এই পর্যন্ত ৪৫+ জেলাতে নিজের বাগানের গাছ পৌছাতে পেরেছে এবং ফরিদপুরের মধ্যে এখন পর্যন্ত ২৫০-৩০০ জনকে নিজের বাগানের গাছ পৌছাতে দিয়েছে। মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট,ভৈরব, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, লালমনিরহাট, কুষ্টিয়া, পাবনা, বরগুনা, গাজীপুর, রাজবাড়ি, শরিয়তপুর এসব জেলাতে তার বাগানের গাছ পৌছে গেছে। নিরবের বাগান করা দেখে এলাকার লোক এবং বন্ধু, পরিবারের সদস্যরা অনুপ্রাণিত হয়ে বাগান করছে।
Recent Comments