১৫০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহি পারচর হাট

Page Visited: 162
86 Views

১৫০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহি পারচর হাট।

একেবারেই গ্রামীন হাট বলতে যা বোঝায় এই হাটে আসলে সেই আমেজটা পাওয়া যায় শহরের কাছেই কুমার নদের তীরে গড়ে ওঠা এই হাটে স্থানীয় কৃষকদের মাঠে উৎপাদিত তাজা সবজী ফলমূল, শষ্য বিক্রি হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দুদিন। হাট বেলা ১২টা থেকে আস্তে আস্তে জমতে শুরু করে চলে রাত অবধি বেচাকেনা। পাশেই পারচর বাজার এবং ১৮৯০ সালে স্থাপিত পারচর স্কুল অবস্থিত। জানা যায় হাটের সন্নিকটেই ছিলো জমিদার আমলের খাজনা আদায়ের কাচারি ঘর যা আজ আর নেই । হাটে দুর দুরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন বেচা কেনা করেন । কুমার নদের কাছে গড়ে ওঠা এই হাটে বহু বছর আগে থেকেই বেচাকেনা হয়ে আসছে বর্তমানে নদীর এপার এবং ওপার পারাপারের জন্য সেতু রয়েছে তবে আগে সেখানে  ঘাট ছিলো নৌকায় করে বানিজ্য করতে আসতো অনেকেই এই হাটে, নদীর নাব্যতা সংকট এবং যাতায়াত ব্যস্থার উন্নতির কারনে যা আজ দেখা যায় না। অনেকেই তাজা সবজী কিনতে ছুটে আসেন

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *