কবিরাজ সন্তোষ কুমার সাহা
22/04/2022
Page Visited: 355
436 Views
অধ্যক্ষ কবিরাজ শ্রী সন্তোষ কুমার সাহা ১৯১৪ সালের ২৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। পিতা রাজেন্দ্র নাথ সাহা ১৯৩৭ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বান্দুরা হলিক্রস হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৪১ সালে অষ্টাঙ্গ আয়ুর্বেদ কলেজ থেকে ভিষারত্ন এল.এ.এম.এম ডিগ্রী লাভ করেন। অষ্টাঙ্গ আয়ুর্বেদ কলেজ থেকে উত্তীর্ণ হয়ে শহরে আয়ুর্বেদ চিকিৎসা শুরু করেন। ১৯৪৩ সালে ফরিদপুর শহরতলীর টেপাখোলায় রাজেন্দ্র ঔষধালয় প্রতিষ্ঠান করেন। যার ফলশ্রুতিতে পরবর্তীকালে বাংলাদেশ ব্যাপী একটি অন্যতম আয়ুর্বেদ প্রতিষ্ঠান হিসাবে সুদৃঢ় প্রতিষ্ঠা লাভ করেন। ১৯৯৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: ঐতিহ্যে লালিত ফরিদপুর গ্রন্থ
I want to work with your medicine. I am a homeo doctor.
Jodi kou local bus ar schedule ta diten