আলমগীর এম.এ.কবীর
13/03/2023
আলমগীর এম.এ. কবীর ১৯১১ সালের ২৫ নভেম্বর ফরিদপুর শহরের কোমরপুরস্থ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা খান বাহাদুর কবির উদ্দিন আহমেদ। মাতা সাজেদা কবির উদ্দিন। শহরের আলীপুরে সাজেদা কবিরউদ্দিন কলেজিয়েট স্কুলটি আলমগীর এম.এ. কবীরের মায়ের নামে, তারা এটির প্রতিষ্ঠাতা৷ বর্তমানে ফরিদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত হচ্ছে। ১৯২৯ সালে নওগাঁও কেডি এইচ স্কুল থেকে ম্যাটিকুলেশন, ১৯৩২ সালে আই,এ, কোলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে বি,এ পাশ করেন। কর্মজীবনে ইন্ডিয়ান পুলিশের প্রতিযোগিতামুলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৩৫ সালে ১ মার্চ সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান। ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পাকিস্তান পুলিশের আইজিপি পদে সুনামের সহিত কাজ করার পর অবসর গ্রহণ করেন। সামাজিক কর্ম ১৯৪২-৪৩ সালে ময়মনসিংহে এসপি থাকাকালীন সময়ে মুসলিম পলিটেকনিক হাইস্কুল প্রতিষ্ঠায় উদ্যোক্তার ভূমিকা গ্রহণ, ১৯৬৮ সালে লায়ন্স ইন্টারন্যাশনাল এ যোগদান, ১৯৬৯ থেকে ১৯৮৭ সালে পর্যন্ত সরকারের ব্লাড ট্রান্সমিশন কমিটির অবৈতনিক পরিচালক হিসাবে কাজ করেন। ১৯৫৩ সাল থেকে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির সভাপতি, এছাড়া স্বনির্ভর বাংলাদেশ, নারী পুর্নবাসন কল্যাণ ফাউন্ডেশন, সামাজিক পুনরুদ্ধার ও সংশোধন সমিতির স্থায়ী সদস্য, বাংলাদেশ মানসিক প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং মৃত্যুর আগ পর্যন্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলেন। সমাজ সেবায় অবদানের জন্য ফরিদপুর জসীম ফাউন্ডেশন তাঁকে সম্মান স্বরূপ স্বর্ণপদক প্রদান করেন। ব্যক্তি জীবনে তিনি প্রচুর সুনাম ও সম্মান পেয়েছেন।
Recent Comments