মোতাহার হোসেন
14/03/2023
মোতাহার হোসেন :
মোতাহার হোসেন এর জন্ম ১৮৯৮ সালের জানুয়ারী মাসে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর ইয়াসিন মঞ্জিলে। পিতা ইয়াসিন জমাদার ছিলেন মুসলিম জমিদার ও ব্যবসায়ী। তিনি প্রথম বিভাগে এন্ট্রান্সপাশ করে রাজেন্দ্র কলেজে প্রথম ব্যাচে ভর্তি হন। শিক্ষা শেষে ব্যবসায় মনোনিবেশ করেন। বার্মার সংগে রসুনের ব্যবসা করতেন, ২বার ফরিদপুর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিশনার নির্বাচিত হয়েছিলেন। মোতাহার হোসেন ফরিদপুরে আলীপুর গোরস্থানের প্রতিষ্ঠাতা এই জমির দলিল তার নামে ডিড করা। গোরস্থান স্থাপনের সময় হিন্দু জমিদার কর্তৃক বিরোধিতার মুখে পড়েন এবং নানারকম ঝামেলায় জড়িয়ে পড়েন তৎকালীন এসডিও নোমান সাহেবের হস্তক্ষেপে গোরস্থানের বিষয়টি সুরাহা হয়। বৃটিশ শাসনামলে অনারারী পুলিশ অফিসার ও জুরী বোর্ডের সদস্য ছিলেন। ইয়াসিন জামে মসজিদ, ইয়াসিন কলেজসহ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। ফরিদপুরের মুসলিম জমিদার ইয়াসিন জমাদার ও অন্য প্রভাবশালী জমিদার তকি মোল্লা আত্মীয়তা করে ক্ষমতার সমান্তরাল পরিবেশ ফিরিয়ে আনেন, প্রভাব প্রতিপত্তিসহ যথেষ্ট সুনাম অর্জন করেন। তকি মোল্লার বড় মেয়ে ইয়াসিন জমাদারের বড় ছেলে মোতাহার হোসেনের সহিত বিয়ে হয়। নাজমুল আহসান শাহজাহান উভয় পরিবারের বড় নাতি। তিনিও ফরিদপুর রোটারী ক্লাব, জসীম ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সংগে যুক্ত থেকে সমাজসেবা করে যাচ্ছেন। মোতাহার হোসেন ১৯৯৮ সালে ২৮ জুন ৯৯ বছর ৯মাস বয়সে মৃত্যুবরণ করেন।
Recent Comments