বাংলাদেশ ব্যাংকসহ ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা
বাংলাদেশ ব্যাংকসহ দুইশতাধিক প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা ঘটেছে। হংকং-ভিত্তিক হাফনাম হ্যাকারস গ্রুপ এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম থেকে মনিটরিং করার সময় এই হামলার বিষয়টি শনাক্ত হয় বলে জানিয়েছে বিডি সার্ট।
এক মাসে আগে এমন একটি সতর্ক বার্তা দিয়েছিলো কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম-সিআইআরটি। সিঙ্গাপুর ভিত্তিক গ্রুপ হাফনিয়াম এই হামলা চালিয়ে প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাইবার হামলাটি ইমেইলের মাধ্যমে হয়েছে বলে জানা গেছে বাংলাদেশ সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ সাইবার হামলায় আক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে রিস্টোর কিভাবে করা যায় সে বিষয়ে একটি রিপোর্ট প্রদান করেছেন
সাইবার হামলার শিকার হয়েছে সরকারি, বেসরকারি ব্যাংক, আর্থিক, সেবামূলকসহ অনেক প্রতিষ্ঠান । এই সাইবার হামলার ফলে প্রতিষ্ঠানগুলোর তথ্য ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ, ব্রাজিলসহ আরও অনেক দেশে এই গ্রুপটি সাইবার হামলা চালিয়েছে।
Recent Comments