কেয়ার গিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ ফরিদপুর শাখার উদ্বোধন
কেয়ার গিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ ফরিদপুর শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো আজ ২রা এপ্রিল ২০২১। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডাঃ মোঃ বাসীদুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রেজভী জামান, মার্কেটিং ডিরেক্টর ইঞ্জনিয়ার জামাল হোসেন,ফরিদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জিল্লুর রহমান , আরও উপস্থিত ছিলেন কেয়ার গিভারস্ ইনস্টিটিউট নড়াইল এর সি ই ও আবু সিনহা, কেয়ার গিভারস্ ইনস্টিটিউট অব বাংলাদেশ ফরিদপুর এর প্রিন্সিপাল মোহাম্মদ মতিউর রহমান,জনাব আবুল কালাম আজাদ, এবং পরিচালক কেয়ার গিভারস ফরিদপুর এর সি ই ও জনাব মাহফুজ মিয়াসহ আরও অনেকে।
অনুষ্ঠানটিতে কেয়ার গিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশের কার্যক্রম লক্ষ্য উদ্দেশ্য সকলকে অবহিত করা হয়। বাংলাদেশ কারিগরি বোর্ড কর্তৃক অনুমদিত কেয়ার গিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ যেসকল প্রশিক্ষণ প্রদান করবে তা হচ্ছে ফার্স্ট এইড,নার্সিং,ফিজিউথেরাপী,নিউট্রিশন,সাইকোলজি,অটিজম,ডিমেনশিয়া,ম্যানেজমেন্ট,হাউজ কিপিং,স্পোকেন ইংলিশ কোর্সে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করবে এই প্রতিষ্ঠান ,ভূমিকা পালন করবে বেকারত্ব দুরীকরণে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানও করবে প্রতিষ্ঠানটি জানা গেছে তাদের নিজস্ব এ্যাপস ব্যবহারের মাধ্যমে ঘরে বসে পাওয়া যাবে বিভিন্ন সেবা।
Recent Comments