দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে

Page Visited: 503
98 Views

মাস্ক পরিধান নিশ্চতকরনসহ স্বাস্থ্য বিধি প্রতিপালন প্রসংগে নিদের্শনা প্রদান। সাম্প্রতিক সময়ে দেশে করোনায় আক্রান্তের হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এমতবস্থায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক পরিধানে শনিবার মন্ত্রী পরিষদ থেকে দেশের সকল জেলা প্রশাসক ,উপজেলা নির্বাহী অফিসারদের একটি নিদের্শনা প্রদান করা হয়েছে।

নিদের্শনা অনুযায়ী ফরিদপুর জেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসারগন ইতিমধ্যে ফরিদপুরবাসীকে মাস্ক ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন। ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় এর তথ্য মতে গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলা মাত্র ১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই পর্য্যন্ত ফরিদপুর জেলা মোট শনাক্ত হয়েছে ৮৫১৬জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ১২০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৮৩৩৭ জন। গতকাল দেশে নতুন শনাক্তের সংখ্যা ছিলো ১হাজার ১৪ জন গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২০৬টি। ৭ মার্চ থেকে ১৩ই মার্চ পয্যর্ন্ত দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৬ জন এবং শনাক্ত হয়েছে ৬৫১২ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী গতকাল করোনার টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছে ৫৫ লাখ ৮৮ হাজার ৭০৫ জন।সারা দেশে টিকা নিয়েছে ৪৩ লাখ ৪ হাজার ২৫৯ জন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *