কোভিড যোদ্ধাদের সম্মাননা দিলো ফরিদপুর সিটি পেইজ এবং ফরিদপুর লাইভ গ্রুপ
কোভিড যোদ্ধাদের সম্মাননা প্রদান করলো টিম ফরিদপুর সিটি ।আমাদের সুপার হিরো তারাই যখন লাকডাউনে সমস্ত কিছু ছিলো বিপর্যস্ত তখন আমাদের ডাকে সারা দিয়ে ৯জন চিকিৎসক টেলিমেডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা পরামর্শ প্রদান করেছেন। কোভিড ১৯ এ ফরিদপুর সিটি পেইজ এর ডাকে সারা দিয়ে ৯জন চিকিৎসক টেলিমেডিসিন সেবা প্রদান করেছেন তারা হচ্ছেন ডা. সঞ্চিতা দাস (রাখী). ডা. নাজিম উদ্দিন. ডা. বুশরা রহমান বৃষ্টি, ডা. রোকাইয়া সুলতানা,ডা. অনন্যা সাহা, ডা. তানজিন রহমান, ডা. তাওহিদুল ইসলাম (নিবীর), ডা. তানসিভ জুবায়ের (নাদিম),ডা. এনামুল হক।
তাদের মধ্যে অনেকেই কর্মব্যস্ততার কারনে উপস্থিত হতে পারেননি তবে যারা উপস্থিত হয়েছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের আত্মত্যাগ ভোলার নয় তাই আমাদের পক্ষ থেকে তাদের প্রতি ক্ষুদ্র প্রয়াস এই সম্মাননা।
Recent Comments