রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহে ভাঙ্গাস্টেশনে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের উর্ধতন কর্মকর্তাদের পরিদর্শন

Page Visited: 1038
122 Views

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ ২০২০ শুরু হয়েছে। ৪ডিসেম্বর তারিখে  সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে রেলসেবা সপ্তাহের উদ্বোধন করেন পশ্চিমঅঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ। রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহে গতকাল ৬ ডিসেম্বর তারিখে ফরিদপুরের ভাঙ্গাস্টেশনে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের উর্ধতন কর্মকর্তাগন পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এসময় উপস্থিত ছিলেন ডিএসটিই (পাকশী)(আহবায়ক),এইএন (রাজবাড়ী),এসিওপিএস(পি)(পশ্চিম),এসিসিএম/আর (পশ্চিম)। উক্ত পরিদর্শন যেসব স্টেশন চলবে তাহলো পোড়াদহ জংশন থেকে গোয়ালন্দঘঅট,ফরিদপুর -পাঁচুরিয়া,গোবরা-কাশিয়ানি,রাজবাড়ী,ভাটিয়াপাড়াঘাট।

 রেলসেবা সপ্তাহে যেসব বিষয় নিশ্চিত করবে তা হলো স্টেশন এপ্রোচ রোড,স্টেশনের টাইম টেবিল ও ভাড়ার তালিকা,প্লাটফরম ও ওভারব্রীজ,বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা,প্যাসেঞ্জার লাউঞ্জ, ওয়েটিং রুম, রিটায়রিং রুম ও টয়লেট,চলন্ত ট্রেনে পানি,বদনা,ও বিদ্যুৎ সরবরাহ এবং টয়লেটের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ,যাত্রী অভিযোগের উপর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ,সম্মানিত যাত্রীদের প্রতি সৌজন্যমূলক আচরণ প্রদর্শন, সকল কর্মচারী কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিতি নিশ্চত করণ, বড় ষ্টেশনগুলোতে ইনকোয়ারী, পাবলিক এড্রেস সিস্টেম ও পরিস্কার পরিচ্ছন্নতা, স্টেশনে প্রতারক টিকিট কালোবাজারী,হকারদের দৌরাত্ব ও অন্যান্য অব্যবস্থাপনা,স্টেশন ও ট্রেনে রক্ষিত ফাস্ট এইড বক্স,ভেন্ডিং শপ ও ক্যাটারিং সার্ভিস পরিবেশিত খাদ্যের মান,ট্রেনসমূহের সময়ানুবতির্তা।

এছাড়া আরও যেসব বিষয় নিশ্চিতরণ করা হবে এটেনডেন্টদের পোষাক পরিচ্ছদ আতিথেয়তার মান ও গাড়ীর ভিতর পরিস্কার পরিচ্ছন্নতা,রাত্রীকালীন যাত্রীদের নিরাপত্তা রক্ষায় রেল পুলিশের তৎপরতা,স্টেশনের অপেক্ষমান মহিলা ও শিশু যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে ষ্টেশনে কর্তব্যরত কর্মচারীদের সচেতনতা ,বড় স্টেশনে অসুস্থ্য ও প্রতিবন্ধী যাত্রীদের সাহায্যাথের্ সিড়ি ও হুইল চেয়ারের ব্যবস্থা, মালামাল বুকিং বোঝাই ও খালাসে সংশ্লিষ্ট কর্মচারীদের তৎপরতা,ইনওয়ার্ড ও আউডওয়ার্ড বুককৃত মালামালের নিরাপত্তা,রেলওয়ে নিরাপত্তা সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবস্থাদি,পাথর নিক্ষেপের এলাকা চিহ্নিতকরণ,পিএ সিস্টেমের কার্যকারিতা সম্পর্কে মতামত,নোভেল করোনা ভাইরাসের উপর সচেতনতা বৃদ্ধির কার্য্যক্রম,টিকেট প্রাপ্তিতে সহজলভ্যতা নিশ্চিতকল্পে গৃহীত ব্যবস্থা।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *