শেখ জামাল স্টেডিয়ামে আয়োজিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে প্রীতি ক্রিকেট ম্যাচটি পরিত্যক্ত।
আজ রোজ শনিবার ২৪/১০/২০ ইং তারিখে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে একদিনের প্রিতী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠীত হওয়ার কথা ছিলো সকল আয়োজনও ছিলো প্রস্তুত। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে ডমিনেটরস Vs ফরিদপুর ক্রিকেট একাডেমীর মধ্যকার ম্যাচটি পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে।
উক্ত আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক (ভোলা মাষ্টার) চেয়ারম্যান জেলা পরিষদ,ফরিদপুর।আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবা, পুলিশ সুপার ফরিদপুর ,উপস্থিত ছিলেন ফরিদপুর ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা জনাব মোকলেসুর রহমান বাবলু এছাড়াও অন্যান্য অতিথি বৃন্দ। উক্ত খেলাটি আয়োজন করেছেন দি ক্রিকেটারস ফরিদপুর। উক্ত ম্যাচে ডমিনেটরস টিমে বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়াররা অংশগ্রহন করতে গতকালই ফরিদপুরে এসে উপস্থিত ছিলেন সকল ক্রিকেটারগন ।
উক্ত ম্যাচে ডমিনেটরস টিমের হয়ে অংশগ্রহন করতে যারা উপস্থিত ছিলেন ১. নাইম ইসলাম ২.শামসুর রহমান ৩.মার্শাল আইয়ুব ৪.সোহরাওয়ার্দী শুভ ৫.ইলিয়াস সানী৬. আলাউদ্দিন বাবু ৭.তানভীর হায়দার ৮.সৈকত আলী ৯.যুবায়ের লিখন ১০.মেহদী রানা ১১.জসিম উদ্দিন ১২.কাজী কামরুল ১৩.সায়েম চৌধুরী ১৪.মোহিউদ্দিন মোহাম্মাদ এবং কোচ মোঃ হুমায়ন কবীর। ফরিদপুর ক্রিকেট একাডেমির পক্ষে যারা অংশগ্রহন করতে প্রস্তুত ছিলো ১. নির্জন ২. শিবলী ৩. আরাফাত সানী ৪.আসিফ ৫. সিফাত ৬.পার্থিব ৭.উওম ৮.রনী ৯.সায়েম ১০. সবুজ ১১.রাজীন ১২.আবিদ ১৩.রফিকুল ১৪.সুজন ১৫. মঞ্জুর. এবং কোচ ইমরান হোসেন ম্যানেজার মাহফুজুর রহমান সোহেল।
খেলাটি আজ সকাল ৯টায় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো তাই ক্রিকেট অনুরাগীরাও উপস্থিতি ছিলো কিছুটা, তবে দুযেরোগপুর্ণ আবহাওয়ার কারনে অনেকেই আসতে পারেনি। The Cricketers Faridpur এ্যাডমিন ও ফরিদপুর ক্রিকেট একাডেমি প্রধান আহবায়ক নাজমুস সাকিব তন্ময় জানান খুব শীঘ্রই এমন আয়োজন আবারও করা হবে এবং ডমিনেটরস টিমও আসতে আগ্রহী।
Recent Comments