আজ ফরিদপুর বাইপাস সড়কে বাস দুর্ঘটনার শিকার হানিফ পরিবহন
06/06/2020
Page Visited: 1278
365 Views
আজ ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর বাইপাস সড়কে ঘটে গেলো বাস দুর্ঘটনা তবে কেউ নিহত হয় নি আহত হয়েছে কয়েকজন।আহত যাত্রীদেরকে চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি করা হয়েছে জানা যায় হানিফ পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নামিয়ে দেয়। কয়েকজন যাত্রী আহত হলেও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে উদ্ধারকাজে অংশ নেয় তার আগে এলাকাবাসী এগিয়ে আসেন উদ্ধার কাজে।
তথ্য এবং ছবি আমাদের গ্রুপ Faridpur Live এর বন্ধু
Maliha Moon
Recent Comments