ফরিদপুরের ছায়া রানি সাহা ছাত্রদের মেস ভাড়া মওকুফ করলেন
01/05/2020
Page Visited: 1463
418 Views
দেশের এই সার্বিক দিক বিবেচনা করে মানবিক দৃষ্টিকোন থেকে ঈদ উপলক্ষ্যে চলতি মে মাসের দোকান এবং বাড়ি ভাড়া এবং ছাত্রদের মেস ভাড়া মওকুফ করলেন ফরিদপুর সদর উপজেলার কাঠপট্টির বাসীন্দা ছায়া রানী সাহা । জানা যায় যেখানে সমগ্র দেশ জুরে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব চলছে সকলেই অসুবিধায় আছেন ছাত্ররাও কষ্টে আছে ছাত্রদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে তাদের পরিবারের উপার্জন থেমে আছে সকল দিক বিবেচনা করে ছায়া রানী সাহা মে মাসের ভাড়া মওকুফ করেছেন। তিনি আশা প্রকাশ করেন সকল বাড়িওয়ালা,মেস মালিক, দোকান মালিকরাও এভাবে এগিয়ে আসবেন।
Recent Comments