লোকনাথ সাহার শতবছরের পুরনো বাড়ি

Page Visited: 34
35 Views

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শ্রী নগর গ্রামে কুমার নদের তীরে অবস্থিত ঐতিহাসিক নিদর্শনটি।

যেখানে দেখা মিলবে বৈচিত্রপূর্ণ দালান, কারুকার্য খচিত মন্দির, পুকুর।
নান্দনিক নির্মাণ শৈলিতে গড়ে তোলা কুমার নদের তীরে ঐতিহ্যবাহী ঘাট, এবং মঠ।
শতবছর আগে গড়ে ওঠা লোকনাথ সাহার এই বাড়িটি আজও কালের স্বাক্ষি হয়ে দাড়িয়ে আছে।
সুবিশাল এই অট্টালিকা যত্নের অভাবে তার জৌলুস হারিয়ে ফেলেছে।

সঠিক ইতিহাস জানার সুযোগ হলো না আমাদের।
বর্তমানে লোকনাথ সাহার পরবর্তী প্রজন্ম কোথায় আছে জানা নেই।
স্থানীয়দের কাছ থেকে জানা যায় তিনি ধনাঢ্য ব্যবসায়ি ছিলেন।
সেই সাথে তিনি যে একজন রুচিশীল ব্যাক্তি ছিলেন তাতে কোনও সন্দেহ নেই।
প্রতিটি স্থাপত্যে নজর কারা সৌন্দর্য।
অর্ধবৃত্তাকারে নির্মিত ঘাট।
যেখানে সুক্ষ কারুকার্য ও ফুল-লতাপাতার অলংকরণ রয়েছে।
ঘাটের প্রতিটি স্তম্ভের মাথায় ফুলের মতো খোদাই করা অলঙ্কার আছে, যা স্থাপত্যটিকে আরও ঐতিহ্যবাহী রূপ দিয়েছে।

নদীরপাড়ের ঘাট যে এতো সুন্দর হতে পারে, তা লোকনাথ সাহার বাড়ির এই ঘাট না দেখলে অজানাই থেকে যেতো।

শতবর্ষী এই ঘাটে আজও শত শত মানুষ স্নান করছে ,কেউ গৃহস্থালী কাজ করছে।
এই ঘাটেই কত সহস্র স্মৃতি জমা হয়ে আছে যা আমাদের জানা হলো না।
নদী পথ ছিলো তখন যোগাযোগ এর প্রধান মাধ্যম তাই এই ঘাটটি অত্র অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ছিলো।
নদীর ঘাটেই রয়েছে একটি মঠ। তবে মঠ টি কার সেটি জানা নেই।
বাড়িতে প্রবেশ এর প্রধান ফটকে আজও লেখা রয়েছে লোকনাথ সাহার নাম এবং প্রতিষ্ঠা সাল।
বাড়িতে প্রবেশ এর ফটকেও লোকনাথ সাহা নান্দনিকতার ছাপ রেখেছেন।
ফটক দিয়ে বাড়ির অভ্যন্তরে প্রবশের শুরুতেই রয়েছে মন্দির।
একটা সময় লোকনাথ সাহার পরিবারের সদস্যরা ধর্মীয় কার্য সম্পাদন করতো।
আজও এই মন্দিরে প্রতিবছর শারদীয় উৎসব পালিত হয়।
মন্দিরের নির্মাণ শৈলী দৃষ্টিনন্দন করার চেষ্টা করা হয়েছিলো।
মন্দিরের পাশেই বাড়ির অভ্যন্তরে প্রবশের আরেকটি ফটক ।
বাড়ির মাঝখানে উন্মুক্ত পাকা স্থান, চারপাশে দালান দ্বারা বেষ্টিত।
জানা যায় ঠিক এখানেই ছিলো বাড়ির রান্নার স্থান ।
একটি বাড়িতে কত শত স্মৃতি জড়িয়ে থাকে, শৈশবের আনন্দ হাসি কান্না লুকিয়ে থাকে।
এই বাড়ির ক্ষেত্রেও তাই।
জানা যায় লোকনাথ সাহা ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন।
তবে কি ব্যবসা করতেন সেটা জানা যায়নি।
ফরিদপুরের ইতিহাসে লোকনাথ সাহার এই বাড়িটি ঐতিহাসিক এক নিদর্শণ।
শতবছর আগের এই দৃষ্টিনন্দন স্থাপত্য আসলেই ইতিহাস প্রেমীদের কাছে আগ্রহের কেন্দ্র।
আজ লোকনাথ সাহা নেই,
অথচ তার মনের মতো করে গড়ে তোলা বাড়িটি টিকে থেকে জানান দিচ্ছে তার অস্তিত্বের কথা।
সময় চলে যায় শুধু স্মৃতি থেকে যায়।
ফরিদপুরে এমন অনেক অজানা ইতিহাস ছড়িয়ে আছে।
সেসব ইতিহাস তুলে ধরতে হবে আমাদের সবার।
ফরিদপুরকে দেখুন, ফরিদপুরকে জানুন।

ভিডিও দেখতেঃ https://fb.watch/DF2CVsWE_h/

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *