উৎস সোস্যাল অর্গানাইজেশনের ৭ম বর্ষে পদার্পণ

Page Visited: 198
252 Views

২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর – কয়েকজন তরুণের স্বপ্ন আর উদ্দীপনা থেকে জন্ম নেয় উৎস সোস্যাল অর্গানাইজেশন।
আজ দেখতে দেখতে ৬টি বছর পেরিয়ে তারা এগিয়ে যাচ্ছে ৭ম বছরের পথে—স্বপ্নপূরণের নতুন দিগন্তে।

অর্গানাইজেশনের মূল লক্ষ্য ও কাজের ক্ষেত্রঃ
১. শিক্ষা ২. পরিবেশ ৩. কর্মসংস্থান

এই ছয় বছরে অর্গানাইজেশনের কিছু অর্জন—

✅ ৭টি কর্মসংস্থান উদ্যোগ
✅ ১২০০+ রক্তদান
✅ ১৫০০+ অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
✅ ৭০০০+ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
✅ ২৫০০+ বৃক্ষরোপণ
✅ ২০০+ নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক

🌟 কিছু স্মরণীয় পদক্ষেপ 🌟
🔹 ২০১৮ — নারী নির্যাতনবিরোধী কর্মসূচি
🔹 ২০২০-২১ — করোনাকালীন সময় মাস্ক বিতরণ, ২০ হাজার মানুষকে সচেতনকরণ, অক্সিজেন সেবা, ফ্রি টিকা নিবন্ধন সহায়তা
🔹 ২০২২ — সিলেটের ভয়াবহ বন্যায় উপহার সামগ্রী পৌঁছে দেওয়া
🔹 ২০২৪ — নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, শেরপুরসহ বিভিন্ন জেলায় ১০০০+ পরিবারকে খাদ্য সহায়তা ও মেডিকেল ক্যাম্পেইন
🔹 ফরিদপুর পদ্মার চরাওঞ্চলে —৫০০+ বৃক্ষরোপণ করে সবুজে ভরে তুলেছে এক চরের আঙিনা

এই যাত্রায় উৎস সোস্যাল অর্গানাইজেশন বিশ্বাস করে “মানুষের জন্য কিছু করা মানেই জীবনের শ্রেষ্ঠ অর্জন।”

উৎস সোস্যাল অর্গানাইজেশনের ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে ফরিদপুর সিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *