কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম
ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুর জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে মাত্র ১২ বছর বয়সে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে ইসলামী গান নিয়ে ফিরোজা বেগমের প্রথম রেকর্ড বের হয়। এর পর কীর্তিমান সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু গানের রেকর্ড করেন ফিরোজা বেগম। সেটি ছিল তার দ্বিতীয় রেকর্ড। ১৯৫৬ সালে কমল দাশগুপ্তকে বিয়ে করেন তিনি।
১৯৪৯ সালে নজরুলের গান নিয়ে তার প্রথম রেকর্ড বের হয়। ১৯৫৪ থেকে ‘৬৭ সাল পর্যন্ত কলকাতায় থেকে ঢাকায় চলে আসেন কিংবদন্তি এ শিল্পী। তার তিন ছেলের নাম তাহসিন, হামিন ও শাফিন। এর মধ্যে হামিন ও শাফিন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ -এর অন্যতম সদস্য।
ফিরোজা বেগমের বয়স যখন ১১ বছর, কবি কাজী নজরুল ইসলাম তার গান শুনে বলেছিলেন মেয়েটি একদিন অনেক বড় গায়িকা হবে। ভবিষ্যদ্বাণী মিলে গেলো নজরুলের। সেদিনের সেই মেয়েটি হলেন সুর সম্রাজ্ঞী ফিরোজা বেগম, উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী
২০১৪ সালের ৯ সেপ্টেম্বর তিনি মা*রা যান।




Recent Comments