ফরিদপুরে শনাক্ত ২৯ জন,গত ২৪ ঘন্টায়
Page Visited: 373
132 Views
ফরিদপুর জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে ২৯ জন যার মধ্যে ফরিদপুর সদর উপজেলাতেই শনাক্ত ২১ জন,বোয়ালমারীতে ২ জন, নগরকান্দায় ১ জন মধুখালিতে ১ জন, সদরপুরে ১ জন সালথায় ২ জন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়নি একজনও, নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ টি যার মধ্যে ২৯জন পজিটিভ এবং ১টি নেগেটিভ।
গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২০ তথ্যসূত্র ফরিদপুর সিভিল সার্জন।দিন দিন বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্ববা জানিয়েছেন জেলা প্রশাসন ফরিদপুর। সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার নিদের্শনা থাকলেও অনেকেই স্বাস্থ্যবিধি পালন করছেন না। প্রশাসন থেকে জরিমানা করা হচ্ছে সেই সাথে মাস্ক বিতরণ করা হচ্ছে । ইতিমধ্যে সরকার ৫ এপ্রিল থেকে ৭ দিনেল জন্য লকডাউন ঘোষণা করেছে।
Recent Comments