সড়ক দূর্ঘটনায় ২জন মোটরসাইকেল আরোহী গুরতর আহত
Page Visited: 506
124 Views
ঢাকা-ফরিদপুর মহাসড়ক মহাসড়ক যেনো মৃত্যুপুরী।আজ বেলা পৌনে ১২টায় ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর ব্যাপ্টিস্ট চার্চ এর সামনে ঘটে এই দুর্ঘটনা।
আহতদেরকে আশংকাজন অবস্থায় দ্রুত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে মোটর সাইকেল আরোহীগন ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড়ের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল ওভারটেকিং এর সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতীর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক বাইকসহ তাদেরকে প্রায় দশ ফুট দুরে পিষে নিয়ে যায় পরে স্থানীয় জনতা এসে তাদেরকে আশংকাজনকভাবে হাসপাতলে নেয়া হয়েছে। দূর্ঘটনার কারনে ট্রাক চালক পালিয়ে যায় দাড়িয়ে থাকা ট্রাকের কারনে সৃষ্টি হয় জ্যামের পরবর্তীতে পুলিশ প্রশান এসে ট্রাকটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
ফরিদপুর সদর প্রতিনিধি: রোকন উদ্দিন
Recent Comments