সৈয়দ আবদুর রব
25/04/2022
১৯২৮ সালে ফরিদপুর জেলার গেরদা নিবাসী সৈয়দ আবদুর রব মুসলমানদের সমন্বয়ে ‘খাদেমুল ইনসান সমিতি’ নামে একটি সমাজ কল্যাণ ও সংস্কারধর্মী প্রতিষ্ঠান গঠন করেন। সমিতির কার্যক্রম ফরিদপুর থেকে বৃদ্ধি পেয়ে ভারতবর্ষে সর্বত্র অর্থাৎ বঙ্গ বিহার, আসাম ও উড়িষ্যায় বিস্তৃতি লাভ করে। খাদেমুল ইনসান সমিতি ১২টি বিষয়ের উপর কার্যক্রম পরিচালনা করতেন অভাব অনটনে বিপর্যস্ত কুসংস্কারাচ্ছন্ন অসুস্থ শিক্ষায় অনগ্রসর মুসলমান সমাজকে সাহায্য, একতা শান্তি শৃংখলার পথে পরিচালনার মহান ব্রত নিয়ে সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। এই সমিতির সঙ্গে যুক্ত ছিলেন ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া, মোয়াজ্জেম হোসেন চৌধুরী লাল মিয়া, খান বাহাদুর মুহাম্মদ ইসমাইল ও খান বাহাদুর আলিমুজ্জামান চৌধুরী, তমিজউদ্দিন খান প্রমুখ। সৈয়দ আবদুর রব এভাবে ১৯৪৭ সালের পূর্ব পর্যন্ত মুসলমানদের জীবনে সেবা ধর্মের প্রতিষ্ঠা এবং সংস্কারের মাধ্যমে ইসলামের মূল্যায়ন করতে প্রয়াসী হয়েছিলেন।
তথ্যসূত্র: ঐতিহ্যে লালিত ফরিদপুর গ্রন্থ
Recent Comments