সালথার উজিরপুরে অবস্থিত ৩৬২ বছর পুরনো মন্দির

Page Visited: 87
143 Views

ছবি বিলাশ মুখার্জি

সালথার উজিরপুরে অবস্থিত ৩৬২ বছর পুরনো মন্দির।
কুমার নদের তীরে তৎকালীন সাতৈর পরগণার অন্তর্গত একটি প্রধান স্থান উজিরপুর। এই স্থানে বৈদিক রামানন্দ ভট্টাচাৰ্য্য নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন। দেবীর আরাধনা করিয়া সিদ্ধিলাভ করায় তাহাকে সকলে দেবীবর বলিয়া সম্বােধন করিত। তৎপ্রতিষ্ঠিত শিব ও পঞ্চ মুণ্ডের উপর সংস্থাপিত কালীমূর্তি আজও মন্দিরের মধ্যে বিরাজ করছে। এই দেবদেবীর অর্চনার জন্য নাটোরের ও চাচড়ার রাজাগণ বহু ভূ-সম্পত্তি দান করিয়াছিলেন। চাচড়ার রাজাদের দত্ত ১৭৬৪ খ্রীষ্টাব্দের তায়দাদ অদ্যাপি বর্তমান আছে। ১৬৯১ শতকে (১১৬৬ বাংলা সনে) এই মন্দির নির্মিত হয়। কুমার নদের পূর্ব তীরে, উজীরপুর হাটের অব্যবহিত উত্তর দিকে দেবীবরের শ্মশানঘাট অদ্যাপি বর্তমান আছে, জনগণ অদ্যাপি তথায় মানত ও মাল্য প্রদান করিয়া থাকে ।
লোকেশনঃ উজিরপুর, সালথা,ফরিদপুর।
ছবি কন্ট্রিবিউটর Bilash Mukherjee

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *