শৈশবের কথা মনে পরে গেলো
ছবিগুলো দেখে ছোট্ট বেলার দিনগুলির কথা মনে করিয়ে দেয়, ছোট্ট বেলায় ঠিক এই ভাবে বিয়ারিং দিয়ে গাড়ি বানিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রাম পর্যন্ত ঘুরে বেড়ানোর শতশত স্মৃতী রয়েছে ৯০দশকের প্রজন্মের। তখন এই বিয়ারিং দিয়ে বানানো গাড়ি সব জায়গাতেই দেখা যেত, এখন বর্তমান এই গাড়ি গুলো তেমন একটা চোখে পড়ে না,অনেক মজার ছিল সেই সময়টা, এখন অনেকেই মিস করে হারিয়ে যাওয়া শৈশবকে,
বর্তমান সময়ের শিশু কিশোরেরা কম্পিউটার,মোবাইল গেমসের প্রতি আসক্ত তারা গ্রামের ঐতিহ্যবাহী খেলাধুলা সম্পর্কে অবগত নয় । গোল্লাছুট,দাড়িয়া বান্দা,কানামাছি,মোড়গ লড়াই,বৌ-ছি,এমন কত খেলাধুলা করে দিন পার করেছে ৯০দশকের কিশোরেরা। তা আজ কেবলই স্মৃতি এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে বেরিয়েছে টায়ার,রিং,বিয়ারিং নামক খেলার সামগ্রী নিয়ে। এমন আনন্দ গ্রামের দিকে চোখে পরলেও শহরের অট্টালিকার ভিড়ে এসব দেখা যাবে না। নিজ হাতে তৈরী করা হরেক রকমের চরকি,ডুমুর দিয়ে তৈরী করা গাড়ি,লাটিম খেলা,সুপাড়ি গাছের খোলা দিয়ে খেলা। এমন অনেক খেলা ধুলাই এখন তেমন দেখতে পাওয়া যায় না কালের বিবর্তনে।
ছবিটি গোপালদী, রায়পুর, মধুখালী থেকে তুলেছেন সজীব মোল্লা মডারেটর ফরিদপুর সদর উপজেলা।
Recent Comments