শুরু হয়েছে বছরের ১ম সূর্যগ্রহণ
আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১২ মিনিটে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হয়েছে। সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ ফলে গ্রহণে ঢাকা পড়বে সূর্য অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ২টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে আর গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিট ১২ সেকেন্ডে। পৃথিবী এবং সুর্যের মাঝখানে যখন চাঁদ চলে আসবে তখন দেখা যাবে একটি বলয় যাকে রিং অব ফায়ার বলা হয় রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ,তবে গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা যাবে গ্রিনল্যান্ড থেকে। ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও সূর্যগ্রহণ দেখা যাবে। তবে এবারের সূর্যগ্রহনটি বাংলাদেশ থেকে দৃশ্যমান হবেনা। আগামী ৪ ডিসেম্বর দেখা যাবে চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ অর্থাৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
Recent Comments