শরৎকামিনী এক্সরে ইনস্টিটিউট

Page Visited: 120
94 Views

চলুন জেনে নেই শরৎকামিনী এক্সরে ইনস্টিটিউট সম্পর্কে কিছু তথ্য যা অনেকেরই অজানা ।
শরৎকামিনী সরকার এর ১১০ তম মৃত্যুবার্ষীকি ছিলো ২৬সেপ্টেম্বর ২০২২ তারিখে , ১৯১২ সালের ২৬ সেপ্টেম্বর ছোট মেয়ে সরোজিনী জন্মের কিছুদিন পরে অসুস্থ হয়ে মৃত্যুবরন করেছিলেন তিনি । রায় সাহেব ঈশানচন্দ্র সরকারের ২য় স্ত্রী ছিলেন এই শরৎকামিনী সরকার, তার নামেই এই এক্সরে ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়েছিলো।
১৯১৭ সালে নির্মিত ফরিদপুর সদর হাসপাতালের আধুনিকায়ন এর প্রয়োজন দেখা দেয়, সেই সাথে প্রযুক্তিগত সেবা প্রদানের জন্য নতুন ভবন নির্মাণ জরুরী হয়ে পরে। ততকালীন সময়ে বর্তমান সময়ের মতো এতো বিত্তশালী পরিবার ছিলো না, জনগনকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে রায় সাহেব ঈশানচন্দ্র সরকারের সন্তান তার মায়ের নামে ১৯৩৯ সালে শরৎকামিনী এক্সরে ইনস্টিটিউট নির্মাণে সহায়তা প্রদান করে। উক্ত ভবনটি আজও রয়েছে ফরিদপুর সদর হাসপাতালে। 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *