লকডাউন নিয়ে নতুন ঘোষণা সোমবার নয়, বৃহস্পতিবার থেকে লকডাউন
সোমবার থেকে করেনা সংক্রমনের লাগাম টানতে একদিন আগেই সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা আসে,২৪ ঘন্টা না পেরোতেই এলো নতুন সিদ্ধান্ত।
বাজেট পাশের কারনে বুধবার পর্যন্ত খোলা থাকছে আর্থিক প্রতিষ্ঠান তাই সোমবার থেকে কঠোর লকডাউন নয় সিমীত পরিসরে হবে বিধিনিষেধ। আর ১লা জুলাই থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সারাদেশ। শনিবার সন্ধ্যায় সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধান তথ্য অফিসার সুরথকুমার সরকার জানান ২৮শে জুন থেকে সিমীত আকারে চলবে বিধিনিষেধ তবে ১লা জুলাই থেকে সারাদেশ পুরো লকডাউন। ১তারিখ থেকে সাতদিন ।স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার রাতে সোমবার থেকে কঠোর লকডাউনের সরকারি বেসরকারি অফিস বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার । নিদের্শনা মানাতে পুলিশ বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন থাকবে বলে জানানো হয়।
Recent Comments