রাইজিং এওয়ার্ড ২০২০ পেলেন মানবিক ফেরিওয়ালা আলিম আল রাজী আজাদ

Page Visited: 808
123 Views

বছরে রাইজিং এওয়ার্ড প্রদান করা হয়েছে ফরিদপুরের মানবিক ফেরিওয়ালা জনাব আলিম আল রাজী আজাদকে।তিনি প্রতিদিন রাস্তারপাশে এবং চলতি পথের মানসিকভাবে অসুস্থ এবং ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবারের ব্যবস্থা করে থাকেন। আজ ২জানুয়ারী তিনি ১৮২তম দিন পার করছেন বিনামূল্যে পথের ধারে পরে থাকা অথবা না খেয়ে থাকা সুস্থ অসুস্থ ব্যাক্তিদেরকে খাবার প্রদানের কার্যক্রম । গতবছরও তাকে আমাদের ঘুড়ি উৎসবে আমন্ত্রণ জানিয়েছিলাম অনুষ্ঠানটি উপভোগ করার জন্য কিন্তু তিনি যেতে পারেননি। পরবর্তীতে তার সাথে সাক্ষাত হলে তিনি জানান আসলে আমি যদি তখন যেতাম তাহলে এই অভুক্ত মানুষগুলো না খেয়ে থাকতো তাই যেতে পারিনি।

কথাটি শোনার পর যে অনুভূতি হলো তা বলে বোঝাবার না, এমন মহৎ ব্যাক্তিদের সংখ্যা সমাজে যত বেশি সৃষ্টি হবে ততই সমাজের জন্য মঙ্গল। তাই এমন মহৎ ব্যক্তিদেরকে আমরা রাইজিং এওয়ার্ড এর মাধ্যমে অনুপ্রাণীত করতে চাই, তারই ক্ষুদ্র প্রয়াস ছিলো এটি। তিনি এবছর এসেছেন এবং নিজ হাতে তার সম্মাননা গ্রহন করেছেন তবে কি সেই অভুক্ত মানুষগুলো না খেয়ে আছে ভাবছেন? না তিনি তাদেরকে নিজ হাতে খাবারের ব্যবস্থা করেই এসেছিলেন বলে জানিয়েছেন।

আসুন নিজ নিজ অবস্থান থেকে কিছু ভালো কাজ করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করে তুলি।

কৃতজ্ঞতায় টিম ফরিদপুর সিটি…

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *