রাসেলের চায়ের দোকানে বসন্তের ছোয়া
20/02/2022
Page Visited: 1003
757 Views
ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসি এলাকার চা এর দোকানগুলোতে আঁকা রিকশাচিত্র নিয়ে দেশ জুড়ে যখন হইচই ঠিক সেইসময়ে ফরিদপুর জেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু তরুণ তরুণীরা নিজ শহরের প্রানকেন্দ্রে রাজেন্দ্র কলেজ সংলগ্ন ফিরোজ মোল্লার মোড়ের রাসেল ভাইয়ের চা এর দোকানটিকেও ফাগুনের রঙে রাঙিয়ে দিলো বিনামূল্যে।
রোজ রাসেল ভাইয়ের চায়ের দোকানে হাজার হাজার হাজার তরূণ তরুণী আড্ডা দেয়, জমে ওঠে চায়ের আড্ডা,সুখ দুঃখের গল্প সবকিছু ঘিরে ফাগুনের রং ও পজেটিভ চিন্তাভাবনা সবার মাঝে ছড়িয়ে দিতে এই ব্যতীক্রমি উদ্যোগ নিয়েছে প্রিয় ফরিদপুর এর কিছু উদ্যোমী তরুণ তরুণী।
রোজ রাসেল ভাইয়ের চায়ের দোকানে হাজার হাজার হাজার তরূণ তরুণী আড্ডা দেয়, জমে ওঠে চায়ের আড্ডা,সুখ দুঃখের গল্প সবকিছু ঘিরে ফাগুনের রং ও পজেটিভ চিন্তাভাবনা সবার মাঝে ছড়িয়ে দিতে এই ব্যতীক্রমি উদ্যোগ নিয়েছে প্রিয় ফরিদপুর এর কিছু উদ্যোমী তরুণ তরুণী।
এই ফুল লতা পাতা, রিক্সাচিত্রের ছবির মাধ্যমেই সকল জড়তা ও নেতিবাচক চিন্তা ভাবনাকে মুছে দিতে চায় এই ছেলেমেয়েরা। তারা জানান আমাদের ফরিদপুরে এমন ছোট ছোট পরিবর্তনই একদিন শহরের সৌন্দর্যবৃদ্ধি করবে। এই শহর আমাদের এই শহরকে যদি আমরা তুলে না ধরি তাহলে কে ধরবে সে চিন্তাধারা থেকে এই উদ্যোগ । সকলের সহযোগীতা পেলে তারা বিনাপারিশ্রমীকে এমন কাজ আবারও করতে চান।
‘‘রং তুলি বা রাজপথ
হোনা না শহর, অথবা গ্রাম।
প্রেম হোক চায়ের কাপে।
বিদ্রোহ হোক চা চুমুতে।
হোক বিরহ, হোক আনন্দ,
রং, চা তুলির টানে,
বসন্ত হোক সর্বজনে’’
সহযোগিতা : জেনি ,প্রমা ,রেমি ,আবিদ ,আকিব ,রাহাত ,জেবা ,জান্নাতুন নাহার ,অভিজিৎ
ছবি : Avi jit
মডেল : Zannatun Nahar




Recent Comments