ম্যরাথনে অংশ নিতে চলছে রেজিস্ট্রেশন
Page Visited: 788
320 Views
যারা ম্যারাথনে অংশগ্রহন করতে আগ্রহী তারা দ্রুত রেজিস্ট্রেশন করুন।বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ আগামী ৭ মার্চ সকাল ৮ঃ৩০ মিনিটে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় হতে আরম্ভ হয়ে মুজিব সড়ক দিয়ে পুলিশ লাইনের পার্শ্বদিয়ে শেখ জামাল স্টেডিয়ামে শেষ হবে।
রেজিষ্ট্রেশন লিংক
ইতিহমধ্যে কয়েক শতাধিক অংশগ্রহনকারী রেজিষ্ট্রেশন করেছে প্রত্যেক রেজিষ্ট্রেশনকারীকে দেয়া হবে টি শার্ট এবং ১ম ১০০জন বিজয়ীকে দেয়া হবে পুরস্কার। যারা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন না তাদের জন্য স্পট রেজিস্ট্রেশন এর ব্যবস্থাও থাকবে ৭ই মার্চ রাজবাড়ি রাস্তার মোড়ে। ফরিদপুরের তরুনদের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্পট রেজিস্ট্রেশন করতে অবশ্যই ৮টার মধ্যে উপস্থিত হতে হবে। রেজিস্ট্রেশন করে আপনার টি শার্ট বুঝে নিতে হবে।
I’m impressed 😍