বঙ্গবন্ধু মান মন্দির

Page Visited: 153
149 Views

ফরিদপুর তথা বাংলাদেশের জন্য অন্যতম দর্শনীয় স্থান হতে যাচ্ছে এই মান মন্দির।

বিশেষজ্ঞরা বলছেন,  ভাঙ্গাকে একেবারে আদর্শতম জায়গা হিসেবে বিবেচনা করা হচ্ছে মানমন্দির নির্মানের জন্য। কারন হচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পর্যন্ত মাত্র ৫৫ কিলোমিটার পথ দেশের প্রথম এক্সপ্রেসওয়ে এবং এশিয়ান হাইওয়ের করিডোর। এখানে বঙ্গবন্ধু মানমন্দির নির্মিত হলে তা হয়ে উঠবে অন্যতম পর্যটন কেন্দ্র। সমগ্র বিশ্ব হতে দর্শনাথীর আগমন ঘঠবে এখানে কারন এটাই একমাত্র মান মন্দীর যা স্থলভাগে দর্শন করা যাবে। ফরিদপুরবাসীর জন্য ভীষণ আনন্দের  একটি বিষয়।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *