মহিম স্কুল ও রাজেন্দ্র কলেজ মাঠে কাঁচা বাজার স্থানান্তর
19/04/2020
Page Visited: 1775
813 Views
ফরিদপুর জেলা প্রশাসন এবং হাজী শরিয়াতুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে রবিবার থেকে ফরিদপুর সদর উপজেলা গোয়ালচামট এলাকায় অবস্থিত মহিম স্কুল প্রাঙ্গনে এবং সরকারি রাজেন্দ্র কলেজ ডিগ্রী শাখার মাঠে শুরু হয়েছে খোলা মাঠে কাঁচা বাজার।
প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্য্যন্ত চলবে এই বাজার ।দেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বলা হচ্ছে শারীরিক দুরুত্ব বজায় রেখে চলতে কিন্তু বাজারে যথেষ্ট স্থান না থাকায় সে দুরত্ব সকলের বজায় রাখতে অসুবিধা হয় তাই খোলা মাঠে বাজার স্থানান্তর এর সিদ্ধান্ত নেয়া হয়েছে এই সিদ্ধান্তকে সকলে সাধুবাদ জানিয়েছে।
চিত্রগ্রাহক Ezone White




Recent Comments