মর্মান্তিক দুর্ঘটনা ফরিদপুরের কানাইপুরে

Page Visited: 223
209 Views

আজ বেলা ১২টা থেকে ১টার মধ্যে ফরিদপুরের কানাইপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

উক্ত দুর্ঘটনায় আহত কমপক্ষে ২০ জন আশংকাজনক অবস্থায় আছে ৫জন তাদেরকে দ্রুত ঢাকায় পাঠাতে হবে উন্নত চিকিৎসার জন্য। জানা গেছে তালুকদার পরিবহন এবং জে আর পরিবহন দুটি কানাইপুর এলাকায় দুর্ঘটনার স্বিকার হয় তালুকদার পরিবহনের মধ্যে পল্লী বিদ্যুতের খুটি ঢুকে গিয়ে বের হয়ে যায় এতে করে মারাত্মভাবে আহত হয় ২০জন যাত্রী । গাড়ির নাম্বার যশোর ব ১১-০০৩০ গাড়িটি যশোর যাচ্ছিলো ঢাকা থেকে,
আরেকটি পরিবহন জে আর পরিবহন সেটিও দুর্ঘটনার শিকার হয় একই সময় সেটি ঢাকা যাচ্ছিলো তবে জে আর পরিবহনের যাত্রিরা কম আহত হয়েছে । জানা গেছে ১২ টা দিকে গঙ্গা বর্দি নামক এলাকায় দুটি বাসের সংর্ঘস হয় কম পক্ষে ২০জন আহত হয়েছে, আহতরা ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছে তবে ৪/৫ এর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে

দুর্ঘটনায় তালুকদার পরিবহনের যাত্রী নজরুল ইসলাম (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *