ভুবনেশ্বর নদ ,টেপাখোলা লেক এর ইতিহাস

Page Visited: 1259
243 Views

সবাই যাকে টেপাখোলা লেক নামেই চিনি তার আগে আরও একটি পরিচয় আছে এক সময় এখানে বড় বড় স্টিমার এসে ভীড়তো বলে শোনা যায় এটা ছিলো ভুবনেশ্বর নদ এর ঘাট।এখান থেকে ব্রিটিশ আমলে কোলকাতা যাওয়া আসা করত। বনলতা সিনেমা হলের উল্টা দিকে এবং পুলিশ ফাঁড়ির পার্শ্বের বাড়ি গুলো ছিল ইষ্টিমার ঘাটের মাল পত্রের বুকিং ঘর, টিকেট ঘর ইত্যাদি কাজে ব্যাবহার হত ।আরও জানা যায় এখানে ১৪ই আগষ্ট(তৎকালিন পাকিস্তানেের স্বাধীনতাদিবস) নৌকা বাইচ হতো।

সবই এখন স্মৃতি হয়ে রয়েগেছে লেকটাও ছবিতে স্মৃতি হয়ে থাকবে কারন এখানে শুরু হচ্ছে বিশাল কর্মযগ্য যেখানে থাকবে অসাধারন সব রাইড,জিমনেশিয়াম,ফুড কোড, হুইল,টাওয়ার,রেস্টুরেন্ট, আরও অনেক কিছু। যা দেখতে ফরিদপুরে হাজার হাজার পর্যটক ভীর করবে ভবিষ্যতে। 

এই সোহরোওয়ার্দী সরোবর টেপাখোলা লেক নামেই পরিচিত এই লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যাবসায় প্রতিষ্ঠান লেকে বিভিন্ন সময় টিকিট এর মাধ্যমে মাছ ধরার উৎসব চলে। অনেকের সুখকর স্মৃতি রয়েছে এই লেকে ।

ছবি অমিত মনোয়ার

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *