বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে ফরিদপুর সিটি পেজ এবং আমরা করবো জয়
01/09/2020
ফরিদপুর সিটি পেইজ এবং ফরিদপুর লাইভ গ্রুপ ফরিদপুর শহরে বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে আর এই সুযোগটি করে দিয়েছেন ফরিদপুর সিটি পেইজের একজন শুভাকাঙ্খী।
এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে ‘আমরা করবো জয়’, সেবাটি ইতিমধ্যে আমরা করবো জয় আগে থেকেই এই সেবাটি শুরু করছে তাদের সেবাকে আরও গতিশীল করতেই তাদের সাথে ফরিদপুর সিটি পেইজ এর যৌথ পথ চলা আশাকরি সেবাটি পেয়ে উকৃত হবেন ফরিদপুরবাসী।
বিনা মূল্যে আমাদের অক্সিজেন সেবাটি পেতে যোগাযোগ করুন ।
আহমেদ সৌরভ : 01734256330 (লক্ষীপুর এরিয়া)
শেখ জাফর : +8801884-402560 (পশ্চিম খাবাসপুর)
ইকরাম হাসান সৈকত :01782424247 (টেপাখোলা)
মোঃ সাকিবুল ইসলাম : +8801759-979770( দক্ষিন ঝিলটুলি
কামরান চৌধুরি : +8801738-824389 ( খাবাসপুর)
ফয়সাল ইকবাল : +8801719-957230 ( ছনেরটেক)
ইমদাদুর রিজেন্ট : +8801778-635796 ( আলীপুর)
জহুরুল শোভন :01950408030 ( লালের মোড়)
উপরোক্ত এরিয়া ভিত্তিক যোগাযোগ করার অনুরোধ রইলো♥।
আমরা করবো জয়
Recent Comments