বিদায় এটিএম শামসুজ্জামান,এবার আর গুজব নয়

Page Visited: 627
130 Views

চলে গেলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান ,রাজধাণীর সুত্রাপুরে নিজ বাসভবনে তিনি মারা যান। গত ১৭ই ফেব্রুয়ারী তিনি অসুস্থ হয়ে পরলে তাকে পুরান ঢাকার আজগরআলী হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আজ সকাল ৮টায় ইন্তেকাল করেন তিনি। বরেণ্য এই অভিনেতাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আশি বছর, ৫ ভাই তিন বোনের মধ্যে তিনিই ছিলেন সবার বড় ১৯৪১ সালে নোয়াখালীর দৌলতপুরে নানা বাড়ি জন্মগ্রহন করেন তিনি। লাইট ক্যামেরার সামনে নতুন কোনও স্যুটিং ফ্লোর আর মাতিয়ে রাখবেন না তিনি।

আজ শনিবার সকালে ৮০ বছর বয়সে জীবনাবসান হলো তার এর আগে বহুবার তার মৃত্যুর গুজব ছরিয়েছিলো তবে এবার সব কিছুকে পেছনে ফেলে চলে গেলেন না ফেরার দেশে। তার সম্পুর্ন নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান তবে  এটিএম শামসুজ্জামান নামেই অধিক পরিচিত তিনি । ১৯৭৬ সালে নয়নমনি সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি ১৯৮৭ সালে কাজি হায়াতের দায়ি কে? সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ১মবার জাতীয় চলচ্চীত্র পুরস্কার পান। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে নয়নমনি অনন্ত প্রেম,দোলনা,অচেনা, মোল্লা বাড়ির বৌ, হাজার বছর ধরে,চোরাবালি,গোলাপি এখন ট্রেনে ,পদ্মা মেঘনা,যমুনা,স্বপ্নের নায়ক। ২০০৯  সালে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন বরেণ্য এই অভিনেতা, টিভি নাটকেও সমান জনপ্রিয় ছিলেন তিনি। অভিনয় জীবনে তিনি ৫বার জাতীয় চলচ্চীত্র পুরস্কার লাভ করেন ৪২তম জাতীয় চলচ্চীত্র পুরস্কারে আজীবন সম্মানায় ভূষিত হন তিনি। শিল্পকলায় অসামান্ন অবদান রাখায় ২০১৫ সালে তিনি দেশের  ২য় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভুষিত হন

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *