বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম
14/03/2023
বিচারপতি মোহাম্মদ ইব্রাহিমের জন্ম ১৮৯০ সালে ফরিদপুর জেলার সদরপুর থানার বিষ্ণুপুর গ্রামে। বিচারপতি, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মোহাম্মদ ইব্রাহিম ১৯১৪ সালে বরিশাল জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন । ম্যাট্রিক পরীক্ষায় দু’টি স্বর্ণপদক পান। ১৯১৬ সালে ঢাকা কলেজ থেকে আই.এ ও ১৯১৮ সালে একই কলে থেকে ইংরেজীতে বি.এ (অনার্স) পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ পাশ করেন। ১৯২২ সালে ঢাকা ‘ল’ কলেজ থেকে বি.এল পাশ করে প্রথমে ফরিদপুরে পরে ঢাকা বারে আইন ব্যবসায় যোগদান করেন। ১৯৩৯ সালে বিচার বিভাগে চাকরীতে যোগদান করেন। বরিশাল, যশোহর এবং ঢাকা জেলা জজ হিসেবে চাকরীতে থাকাকালীন সময়ে ১৯৫০ সালে ঢাকা হাইকোর্ট বিচারপতি নিযুক্ত হন। শেখ মুজিবের নেতৃত্বে ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের ভয় দেখালে তাঁর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন। মোহাম্মদ ইব্রাহিম ছিলেন একজন প্রখ্যাত চিন্তাবিদ ও বুদ্ধিজীবী। অবসরের পূর্বে ১৯৫৬-৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেন্সর নিযুক্ত হন। কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করেন। তিনি পাকিস্তান সরকারের আইনমন্ত্রী ছিলেন। তাঁর জামাতা এদেশের একজন প্রখ্যাত আইনজ্ঞ ব্যারিষ্টার ইশতিয়াক আহমেদ এবং কন্যা ডঃ সুফিয়া আহমেদ জাতীয় অধ্যাপক।
Recent Comments