বিকাল ৪টার পরে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
13/05/2020
সামাজিক দুরত্ব নিশ্চিতকরনে ফরিদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত আজ ১৩ই মে ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরকারি নির্দেশ অমান্য করে বিকাল ৪টার পরে দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখায় একটি জুতার দোকানকে নগদ ২হাজার টাকা এবং আরও একটি প্রতিষ্ঠান খোলা রাখায় তাদেরকেও ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে ।এই কার্য্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক অংশ গ্রহনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। ফরিদপুরের সকল উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত আছে এবং থাকবে। ফরিদপুর জেলা প্রশসন নিয়মিত এমন কার্য্যক্রম পরিচালনা করে যাচ্ছেন জনগনকে সচেতনও করে যাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে অনেকে সরকারি আদেশ অমান্য করে গোপনে ব্যবসা চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা গেছে। করোনা ভাইরাসের সংক্রোমন ঠেকাতে ইতিমধ্যে ফরিদপুর এর সকল বিপনী বিতান বন্ধ ঘোষনা করেছে ব্যবসায়ীরা। তাই সকলের সচেতনতাই পারে এই মহামারীথেকে সকলকে নিরাপদ রাখতে। প্রয়োজন ছাড়া কেউ যেনো ঘর থেকে বের না হয় সেজন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালাত সচেতন করে যাচ্ছেন তাদের এই অভিযানকে সাধারন জনগন সাধুবাদ জানিয়েছেন।
ফরিদপুর জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি জরুরী ভাবে ভাংগা উপজেলার ভাংগা বাজারের নিত্য প্রয়োজনিয় দোকান বাদে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া ভাংগা বাজারে যে ভাবে জনসমাগম হচ্ছে তাতে আগের ঈদে এত জনসমাগম হয় নায়