বাল্যবিবাহ রুখে দিলো ফরিদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত
15/06/2020
বাল্যবিবাহ রোধ করে দিলো ফরিদপুর প্রশাসন এর ভ্রাম্যমাণ আদালত
আজ ১৫ ই জুন ২০২০ তারিখে খবর পেয়ে জেলা প্রশাসক জনাব অতুল সরকারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহ্ মোঃ সজীব এর নেতৃত্বে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো নবম শ্রেণীর অপ্রাপ্ত বয়স্ক এক ছাত্রী। সোমবার দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম এই অভিযানে অংশ গ্রহন করেন।
জানা যায় ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে উক্ত বাল্যবিবাহের প্রস্তুতি চলছিলো খবর পেয়েই হাজির হন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত । জানা গেছে বিয়ে করতে আসা ঢাকার সাভার উপজেলার হেলাল উদ্দিনের সৌদি প্রবাসী ছেলে আমির হামজা (২১) কে ৩ মাসের বিনা শ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত মেয়ের নানা আতিয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। উক্ত অভিযানে সার্বিক সহযোগীতা করেছে বাংলাদেশ আনসার ভিডিপি এবং সেচ্ছাসেবী সংগঠন তরুছায়া।
Recent Comments