বাইশরশি জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবিতে গণস্বাক্ষর শুরু

Page Visited: 594
115 Views

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফরিদপুরের সকল সেচ্ছাসেবী সংগঠন,সাংস্কৃতিক সংগঠন,বিভিন্ন ওরগানাইজেশন এর সমন্বয়ে শুরু হলো ফরিদপুরের ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণ এর দাবিতে দেশব্যাপী গণস্বাক্ষার কার্যক্রম। ফরিদপুর জেলার সদরপুর উপজেলাতে বাইশরশি নাম স্থানে অবস্থিত বাইশরশি জমিদার বাড়ি স্থানীয়রা যকে বাবু বাড়ি বলেও চিনে ।

জমিদার বাড়িটি আমাদের দেশের জন্য ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি । সরকারি রাজেন্দ্র কলেজ যার নামে নামকরণ করা হয়েছে এটা তারই বাড়ি জমিদার রাজেন্দ্র রায় চৌধুরীর বাড়ি এটি। বাড়িটি রক্ষা করতে পারলে ফরিদপুর জেলার জন্য একটি অন্যতম দর্শনীয় স্থান হওয়ার সুযোগ পাবে। যা আমাদের সকলের জন্য গর্বের জমিদার বাড়ির গল্প বইয়ের পাতায় শুধু থেকে না যায় বাস্তবেও যেনো বিরাজমান থাকে ভবিষ্যত প্রজন্মও যেনো দেখার সুযোগ পায় এজন্য বাড়িটি রক্ষা করা খুবই গুরত্বপূর্র্ণ। বাড়িটি ধবংস হেয়ে গেলে ফরিদপুরবাসী তথা সমগ্র দেশবাসী ফরিদপুরের ইতিহাস জানা থেকে বঞ্চিত হবে আজীবনের জন্য। তাই আসুন বাইশরশি জমিদার বাড়িটি সংস্কর এবং সংরক্ষণে গণস্বাক্ষর কার্যক্রমে সকলেই অংশগ্রহন করি। ইতিহাস রক্ষায়  একযোগে অংশগ্রহন করি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *