ফিরে এলো ঘুড়ি ও ফানুস উৎসব

Page Visited: 1158
139 Views

আজ থেকে শুরু হয়েছে ফরিদপুর সিটি পেইজ কর্তৃক আয়োজিত ঘুড়ি ও ফানুস উৎসব এর রেজিষ্ট্রেশন।চলবে 25শে ডিসেম্বর পর্য্যন্ত 28শে ডিসেম্বর থেকে ঘুড়ি,ফানুস বিতরন শুরু হবে। এবারের উৎসবে আশাকরা যাচ্ছে পাচ শতাধিক ঘুড়ি উড়বে আকাশে। আয়োজকবৃন্দ তিনশতাধিক ঘুড়ি নাটাইসহ সরবরাহ করছে। এসব ঘুড়ি ও নাটাই পেতে হলে রেজিষ্ট্রেশন করতে হবে যথাক্রমে মূল্য নির্ধারন করা হয়েছে 60 টাকা থেকে 110 টা পর্য্যন্ত । এবারের আয়োজন সাজানো হয়েছে ভিন্নভাবে ফরিদপুর সিটি পেইজের গ্রুপ Faridpur Live এর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসকল সদস্যগন অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হবে এবং ফরিদপুরের বিশেষ একটি সংগঠন অথবা ব্যাক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সেই সাথে নিজ হাতে তৈরী করা ঘুড়ি যারা বানিয়ে আনবে তাদেরকেও পুরস্কৃত করা হবে।অনুষ্ঠানটি সরাসরি ফরিদপুর সিটি পেইজের মাধ্যমে প্রচার করা হবে। উৎসব শেষে থাকছে ফানুস উড়ানো এবং আতোসবাজী প্রদর্শন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *